এডিপি বাস্তবায়নের গতি এক দশকের মধ্যে সর্বনিম্ন

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ দিন আগে

চলতি অর্থবছরের তিন-চতুর্থাংশ সময় পার হলেও বার্ষিক উন্নয়ন কর্মসূচি-এডিপি বাস্তবায়নে গতি কম সরকারের। গত জুলাই থেকে মার্চ সময়ে উন্নয়ন ব্যয় গত বছরের চেয়ে ২৪ হাজার ৭১৮ কোটি টাকা কমেছে। যা গত এক দশকের মধ্যে সর্বনিম্ন। বৃহস্পতিবার চলতি অর্থবছরের প্রথম ৯ মাসের এডিপি বাস্তবায়নের হালনাগাদ চিত্র প্রকাশ করেছে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)।

বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের তথ্য অনুযায়ী, এই ৯ মাসে এডিপি খরচ হয়েছে মাত্র ৮২ হাজার ৮৯৪ কোটি টাকা। যা সংশোধিত এডিপি বরাদ্দ ২ লাখ ২৬ হাজার ১৬৫ কোটি টাকার মাত্র ৩৬ দশমিক ছয় পাঁচ ভাগ।

অপরদিকে, আগের অর্থবছরের একই সময়ে এডিপি ব্যয় ছিল ১ লাখ ৭ হাজার ৬১২ কোটি টাকা, যা সংশোধিত বরাদ্দের ৪২ দশমিক ৩০ শতাংশ।

আইএমইডির ২০১২ সাল থেকে সংরক্ষিত তথ্যমতে, এটি গত এক দশকের মধ্যে সর্বনিম্ন ৯ মাসের বাস্তবায়ন হার। গত বছরের আগস্টে সরকার পরিবর্তনের পর সৃষ্টি হওয়া অস্থিরতাই এডিপি বাস্তবায়নের ধীর গতির মূল কারণ।

পরিকল্পনা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করেন, জুলাই-আগস্টের আন্দোলন; ক্ষমতার পটপরিবর্তন এবং ঠিকাদার ও প্রকল্প পরিচালকদের খুঁজে না পাওয়া- সবকিছুর প্রভাব পড়েছে উন্নয়ন কর্মকাণ্ডে।

  • এডিপি
  • বাস্তবায়ন
  • সর্বনিম্ন
  • #