একবার ডিসেম্বরে, একবার জুনে, ফাইজলামি বাদ দেন : দুদু

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ দিন আগে

জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট সময় ঘোষণা না করায় অন্তর্বর্তী সরকারের কঠোর সমালোচনা করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, একবার ডিসেম্বরে, একবার জুন মাসে- এসব ফাইজলামি বাদ দেন। এগুলোর জন্য আমরা তৈরি না।

জাতীয় প্রেস ক্লাবের সামনে শুক্রবার সকালে এক যুব সমাবেশে বিএনপির এই নেতা বলেন, এই সরকারের কাজ-কামে দেশবাসী খুবই উদ্বিগ্ন। তারা কী চায়, সেটাও আমরা বুঝি না।

সরকারের উদ্দেশ্যে দুদু বলেন, বাংলাদেশে কী করবেন, কী করবেন না, এটা বড় কথা না। একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করার জন্য অনতিবিলম্বে একটা রোড ম্যাপ ঘোষণা করেন। কবে নির্বাচন হবে, কোন মাসে হবে, কোন সালে হবে বলুন।

বাংলাদেশ গণতান্ত্রিক পরিষদের আহ্বায়ক কামাল আহমেদের সভাপতিত্বে এবং সদস্য সচিব দেলোয়ার হোসেন খোকনের সঞ্চালনায় সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, আবদুল কালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, মহানগর দক্ষিণ বিএনপির সদস্য আসিফা সুলতানা রুমা বক্তব্য রাখেন।

  • অন্তর্বর্তী সরকার
  • বিএনপি ভাইস চেয়ারম্যান
  • শামসুজ্জামান দুদু
  • সমালোচনা
  • #