অবশেষে যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১২ ঘন্টা আগে

খ্রিস্টান ধর্মাবলম্বীদের উৎসব ইস্টার সানডে উপলক্ষ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন। স্থানীয় সময় শনিবার (১৯ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে শুরু হয়ে সোমবার (২১ এপ্রিল) মধ্যরাত পর্যন্ত এ যুদ্ধবিরতি কার্যকর হবে।

রুশ প্রেসিডেন্টের দপ্তর, ক্রেমলিন থেকে জানানো হয়েছে, এই সময়ে ইউক্রেনের বিরুদ্ধে সবধরনের সামরিক হামলা বন্ধ রাখবে রাশিয়ার সেনারা। তারা আশা করছে, ইউক্রেনও এ যুদ্ধবিরতিতে সম্মতি জানাবে এবং ইস্টারের সময় আক্রমণ থেকে বিরত থাকবে।

পুতিন আনুষ্ঠানিকভাবে বলেছেন, মানবিক কারণে, আজ শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার এবং সোমবার পর্যন্ত রাশিয়া যুদ্ধবিরতি ঘোষণা করছে। আমি নির্দেশ দিয়েছি, এই সময়টায় সমস্ত সামরিক কার্যক্রম বন্ধ থাকবে।

তিনি আরও বলেন, আমরা আশা করি ইউক্রেনীয়রা আমাদের এ ঘোষণায় সম্মতি জানাবে। তবে যদি যুদ্ধবিরতির কোনো ধরনের লঙ্ঘন বা উসকানি হয়, আমাদের সেনারা তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রস্তুত থাকবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, পুতিন নিশ্চিত করেছেন, তিনি তার সেনাদের নির্দেশ দিয়েছেন যাতে তারা কোনো ধরনের আক্রমণ না করে।

 

  • ইউক্রেন
  • প্রেসিডেন্ট
  • ভ্লাদিমির পুতিন
  • যুদ্ধবিরতি
  • রাশিয়া
  • #