নারী মরদেহের ময়নাতদন্তে নারী চিকিৎসক কেন নয় : হাইকোর্ট

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৭ ঘন্টা আগে

নারী চিকিৎসক দিয়ে নারীর মরদেহের ময়নাতদন্ত করানোর জন্য একটি নীতিমালা প্রণয়ন করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেছেন। বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার এ রুল জারি করেন।

আগামী চার সপ্তাহের মধ্যে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. জুয়েল আজাদ। গত ১০ মার্চ তিনি নারী চিকিৎসক দিয়ে নারীর মরদেহের ময়নাতদন্তে একটি নীতিমালা তৈরির নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিটটি দায়ের করেন।

এরও আগে, রিটকারী ৩ মার্চ স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়ে আবেদন করেছিলেন। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো সাড়া না পেয়ে পরে হাইকোর্টে রিটটি দায়ের করা হয়।

  • নারী
  • ময়নাতদন্ত
  • মরদেহ
  • হাইকোর্ট
  • #