কুয়েটে ভিসির পদত্যাগ দাবিতে প্রতীকী চেয়ারে অগ্নিসংযোগ

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৫ ঘন্টা আগে

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভিসির পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা প্রতীকী চেয়ার তৈরি করে অগ্নিসংযোগ করেছেন। শনিবার (১৯ এপ্রিল) বিকেল ৫টার পর পূর্বনির্ধারিত কর্মসূচি বাস্তবায়নের জন্য শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে জড়ো হন।

শিক্ষার্থীরা জানান, তারা এক দফা দাবি আদায়ে অনড়। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।

এ সময় ভিসির পদত্যাগের এক দফা দাবিতে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন প্রদক্ষিণ করে দুর্বার বাংলা পাদদেশের এসে শেষ হয়। পরে তারা দুর্বার বাংলার পাদদেশের ভিসির প্রতীকী চেয়ারে অগ্নিসংযোগ করেন।

  • অগ্নিসংযোগ
  • কুয়েট
  • দাবি
  • পদত্যাগ
  • প্রতীকী চেয়ার
  • ভিসি
  • #