ইন্টারকন্টিনেন্টালে দেখা মিলল আ. লীগের সাবেক ৪ মন্ত্রী-প্রতিমন্ত্রীর

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

যুক্তরাজ্যের লন্ডনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের ছেলের বিয়েতে একসঙ্গে দেখা গেল আওয়ামী লীগের সাবেক চার মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে।

রোববার স্থানীয় সময় বিকেলে লন্ডনের ওটু এলাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত হয় এ বিয়ের অনুষ্ঠান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।

এছাড়া উপস্থিত ছিলেন সিলেট–৩ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।

সূত্র : প্রথম আলো

  • আওয়ামী লীগ
  • যুক্তরাজ্য
  • লন্ডন
  • #