দিনাজপুরে ভবেশের মৃত্যুর ঘটনায় মামলা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ সপ্তাহ আগে
ছবি : নিহত ভবেশের স্বজনদের আহাজারি

দিনাজপুরের বিরলে উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সহসভাপতি ভবেশ চন্দ্র রায়ের মৃত্যুর ঘটনায় চারজনের নামে হত্যা মামলা হয়েছে।

সোমবার বিকেলে ভবেশের ছেলে স্বপন চন্দ্র রায় বাদী হয়ে বিরল থানায় মামলাটি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস ছবুর।

আসামি চারজন হলেন শহরগ্রাম ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের আতিকুর ইসলাম, শহরগ্রাম গ্রামের রতন ইসলাম, নওসিংপাড়া গ্রামের মুন্না ইসলাম ও পাঁচশালা গ্রামের মো. রুবেল ইসলাম। এ ছাড়া মামলায় তিন থেকে চারজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

বিরল থানার ওসি ছবুর বলেন, ভবেশ চন্দ্র রায়ের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ চলমান।

  • দিনাজপুর
  • ভবেশ
  • মামলা
  • মৃত্যু
  • #