বরিশালের বানারীপাড়া উপজেলার দক্ষিণ বাইশারী গ্রামে মিজানুর রহমান বাবুল নামের এক ব্যক্তির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে একই ইউনিয়নের গরদ্বার গ্রামের বজলুর রহমানের ছেলে মানিককে আটক করেছে পুলিশ।
জানা গেছে, সোমবার (২১ এপ্রিল) দিবাগত রাত দুইটা-আড়াইটার দিকে একদল ডাকাত উপজেলার বাইশারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে দক্ষিণ বাইশারী গ্রামের দফাদার বাড়িতে হানা দিয়ে মিজানুর রহমান বাবুলের বিল্ডিংয়ের জানালার গ্রিল কেটে ও রুমের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে অস্ত্রের মুখে বাবুল দফাদারের মুখ ও হাত-পা বেধে ফেলে মারধর করেন। এসময় ৭-৮ জনের সশস্ত্র ডাকাত দল পাশের রুমে থাকা পুত্রবধূ নুসরাত ও তার এক বছর বয়সি মেয়ে সামিয়ার গলায় ধারলো অস্ত্র ধরে ভয়ভীতি দেখিয়ে প্রায় দুই লক্ষাধিক টাকা, ২০-২১ ভরি স্বর্ণালঙ্কার ও দুইটি মোবাইল ফোনসহ বিভিন্ন মালপত্র লুট করে নিয়ে যায়।
বাবুল দফাদারের পুত্রবধূ নুসরাত জানান, ডাকাতদলের মধ্যে অনেকে মুখোশধারী ছিলেন।
এ ব্যপারে মঙ্গলবার (২২ এপ্রিল) বিকালে মিজানুর রহমান বাবুল বাদী হয়ে বানারীপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এর আগে সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা বলেন, মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে বানারীপাড়া পৌর শহরের বন্দর বাজার এলাকা থেকে মানিক (৫০) নামের একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করে জিঙ্গাসাবাদ করা হচ্ছে। এর সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে ।