রাজশাহী রবিউল ইসলাম রবি (৪০) নামে এক আওয়ামী লীগের কর্মীকে গুলি করে এবং কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ৯টার দিকে নগরের বোয়ালিয়া থানার পঞ্চবটী এলাকায় এ ঘটনা ঘটে। তার বাবার নাম আজিজুল ইসলাম। রবিউল আওয়ামী লীগের কর্মী। বাড়ি নগরের বিনোদপুর-মীর্জাপুর এলাকায়।
নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ জানান, রাতে পঞ্চবটী এলাকায় রবিউলকে কুপিয়ে আহত করা হয়। এ ছাড়া তাঁকে গুলিও করা হয়েছে। ঘটনাস্থলে পাঁচটি গুলির খোসা পাওয়া গেছে। কয়েকজন মোটরসাইকেলে এসে হামলা করে আবার মোটরসাইকেলেই চলে যায়।
ঘটনার পর আহত অবস্থায় স্থানীয়রা রবিউলকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। পরে তাঁকে ৩১ নম্বর ওয়ার্ডে পাঠানো হয়। রাতে তাঁর অস্ত্রোপচার চলছিল।
রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস জানান, রবিউলের এক পায়ে গুলি করা হয়েছে। অন্য পা এবং দুটি হাতে কোপানো হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে আনা হয়। তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না।