কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় ভারতীয় ও পাকিস্তানি সেনাদের গুলি বিনিময়

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৫ দিন আগে
ছবি : সংগৃহীত

জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা (লাইন অব কন্ট্রোল বা এলওসি) জুড়ে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গুলি বিনিময় হয়েছে। ভারতীয় সেনা কর্মকর্তাদের দাবি, বৃহস্পতিবার (২৪ এপ্রিল) পাকিস্তান সেনাবাহিনীর গুলির যথাযথ জবাব দেওয়া হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, এলওসি জুড়ে পাকিস্তানের পক্ষ থেকে কিছু হালকা অস্ত্রের গুলি ছোঁড়া হয়েছে। এপাশ থেকেও তার যথাযথ জবাব পাঠানো হয়েছে।

কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর ভয়াবহ সন্ত্রাসী হামলার জেরে দেশের সম্পর্কে চলমান উত্তেজনার মাঝেই এই গুলি বিনিময় হল। এ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন, যাদের মধ্যে একজন নেপালি নাগরিক ছিলেন।

  • কাশ্মীর
  • গুলি বিনিময়
  • নিয়ন্ত্রণরেখা
  • পাকিস্তানি
  • ভারতীয়
  • সেনা
  • #