বায়তুল মোকাররমে নিরাপত্তা জোরদার, তল্লাশি করে মসজিদে প্রবেশ

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

ভারতে মুসলিমদের ওপর নির্যাতন এবং ইসলামবিরোধী নারীবিষয়ক সংস্কার কমিশন ও তাদের প্রতিবেদন বাতিলের দাবিতে খেলাফত মজলিস ঘোষিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে বায়তুল মোকাররম এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে মসজিদ এলাকায় গিয়ে দেখা যায়, পল্টন মোড় থেকে শুরু করে বায়তুল মোকাররমের উত্তর গেট পর্যন্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ সময় পুলিশের পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্যরাও সতর্ক অবস্থানে ছিলেন।

মসজিদে প্রবেশের সময় সন্দেহজনক কাউকে দেখলে তল্লাশি করা হচ্ছে। বিশেষ করে যেসব ব্যক্তি ব্যাগ বা প্যাকেট নিয়ে মসজিদের ভেতরে প্রবেশ করছেন, তাদের ব্যাগ খুলে পরীক্ষা করা হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, বায়তুল মোকাররম মসজিদের ভেতরে ও বাইরে অন্তত ৩০ থেকে ৫০ জন পুলিশ সদস্য অবস্থান করছেন। নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে সাদাপোশাকে থাকা ডিবি পুলিশ সদস্যদেরও মসজিদের চারপাশে দেখা গেছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।

  • জোরদার
  • তল্লাশি
  • নিরাপত্তা
  • বায়তুল মোকাররম
  • #