ঝিনাইদহ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আরও একজন নিখোঁজ

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১৮ ঘন্টা আগে

সীমান্তে আরো দুই বাংলাদেশিকে গুলি করে মেরেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ)। ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ওই এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরো এক যুবক নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। রোববার (২৭ এপ্রিল) ভোরে মহেশপুর সীমান্তের যাদবপুর গ্রামের ওপারে ভারতের অংশে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন মহেশপুর উপজেলার গোপালপুর গ্রামের আবুল কালামের ছেলে মোহাম্মদ মিকাইল (২২)।  নিখোঁজ ব্যক্তি হলেন হানিফ আলীর ছেলে মো. ওবায়দুল (২৩)।

স্থানীয়দের ভাষ্যমতে, এদিন ভোরে সীমান্তের যাদবপুর গ্রামের ওপারে ভারতীয় অংশ থেকে গুলির শব্দ আসে। পরে গ্রামবাসী সীমান্তের কাছাকাছি গিয়ে ভারতীয় অংশে মরদেহ পড়ে থাকতে দেখেন।

মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়াসমিন মনিরা খবরের সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় চৌকিদারের মাধ্যমে তিনি মারা যাওয়ার খবর শুনেছেন।

তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

  • গুলি
  • নিহত
  • বাংলাদেশি
  • বিএসএফ
  • #