৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী ৮ মে এ পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। এ পরীক্ষার সময়সূচিও প্রকাশ করেছিল পিএসসি।
চাকরিপ্রত্যাশীদের দাবির প্রেক্ষিতে রবিবার (২৭ এপ্রিল) রাজধানীর শাহবাগে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক প্রতিনিধি এ ঘোষণা দেন।
এদিন পিএসসি সংস্কারসহ আট দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন চাকরিপ্রত্যাশীরা। এতে ওই এলাকা দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।
আন্দোলনকারীদের প্রধান দাবিগুলো হল- এক. ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার প্রশ্নপত্র নতুন করে তৈরি করা। দুই. ৪৪তম বিসিএসের ভাইভা শেষ করার পর ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা নেওয়া। তিন. খাতা মূল্যায়নের স্বচ্ছতা নিশ্চিত করতে কমিশনের ভেতরে বসে খাতা দেখানোর ব্যবস্থা করা। চার. দ্রুত পিএসসির সদস্য সংখ্যা ২৫ থেকে ৩০ জনে বাড়ানো। পাঁচ. ভাইভা শেষ হওয়ার পর এবং চূড়ান্ত ফল প্রকাশের আগে ক্যাডার চয়েস পরিবর্তনের সুযোগ দেওয়া।