সিরাজগঞ্জে ডাকাতদলের ট্রাকচাপায় আহত পুলিশ সদস্যের মৃত্যু

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২১ ঘন্টা আগে
প্রতীকী ছবি

ডাকাতদলের ট্রাকচাপায় গুরুতর আহত হয়েছিলেন সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম থানার পুলিশ কনস্টেবল রফিকুল ইসলাম (৫৫)। এরপর তিন দিন ঢাকার বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন থেকে রবিবার (২৭ এপ্রিল) রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। নিহত রফিকুল ইসলাম বগুড়ার শেরপুরের বাসিন্দা। ঢাকা মেট্রোপলিটন থেকে সম্প্রতি যমুনা সেতু পশ্চিম থানায় যোগদান করেন তিনি।

যমুনা সেতু পশ্চিম থানার ওসি আনারুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে সেতুর পশ্চিমপাড় মহাসড়কের সয়দাবাদ গোলচত্বর এলাকায় ডিউটি পালন করছিলেন কনস্টেবল রফিকুল। ওই সময় একটি গরু বোঝাই ট্রাক টাঙ্গাইলের এলেঙ্গা থেকে ডাকাতি করে সিরাজগঞ্জের মহাসড়ক দিয়ে বগুড়া অভিমুখে যাচ্ছিল। পথে পুলিশের তাড়া থেয়ে উল্টো আবার ঢাকার দিকে যাওয়ার চেষ্টা করে ডাকাতরা।

খবর পেয়ে ট্রাকটি থামানোর চেষ্টা করেন পুলিশ কনস্টেবল রফিকুল। কিন্তু ট্রাকটি সিগনাল না মেনে রফিকুলকে চাপা দেয়। এতে রফিকুল গুরুতর আহত হন। স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় পাঠানো হয়।

তিন দিন টানা আইসিইউতে থাকার পর আজ রাত ৯টার দিকে তিনি মারা যান।’ ট্রাকচাপার ঘটনায় অজ্ঞাত আসামি দিয়ে ঘটনার দিন সেতু পশ্চিম থানায় মামলা হয়েছে। ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে চেষ্টা চলছে বলেও জানান ওসি।

  • আহত
  • ট্রাকচাপা
  • ডাকাতদল
  • পুলিশ সদস্য
  • মৃত্যু
  • সিরাজগঞ্জ
  • #