কর্ণফুলী নদীতে ভাসছিল কিশোর ক্রিকেটারের লাশ

:
প্রকাশ: ১ সপ্তাহ আগে

চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে এক কিশোর ক্রিকেটারের ভাসমান লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বুধবার চান্দগাঁও থানার হামিদচর এলাকায় কর্ণফুলী নদী থেকে ১২ বছর বয়সি রাহাত খানের লাশ উদ্ধার করা হয় বলে চান্দগাঁও থানার এসআই আব্দুল কুদ্দুস জানিয়েছেন।

রাহাত চান্দগাঁও সানোয়ারা বালক উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়ত; এই কিশোর চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন জুনিয়র ক্রিকেট দলে খেলত।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ নদী থেকে ভাসমান অবস্থায় রাহাতের লাশ উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

এসআই আব্দুল কুদ্দুস বলেন, মঙ্গলবার থেকে রাহাতের কোনো খোঁজ পাচ্ছিল না তার পরিবার। আজকে লাশ উদ্ধার করা হয়েছে। রাহাত কাদের সাথে স্কুল থেকে বের হয়েছিল এবং কোথায় গিয়েছিল সেসব বিষয় তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের এই সদস্য।

  • কর্ণফুলী নদী
  • কিশোর ক্রিকেটার
  • লাশ
  • #