পরিবারের পৈতৃক সম্পত্তি জব্দে জয়ের ক্ষোভ

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১৫ ঘন্টা আগে

অর্ন্তবর্তী সরকার অন্যায়ভাবে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা পরিবারের সদস্যেদের পৈতৃক সম্পত্তি জব্দ করার দাবি করেছেন সজিব ওয়াজেদ জয়। বুধবার (৩০ এপ্রিল) নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক অ্যাকাউন্টের এক পোস্টে তিনি এ দাবি করেন।

পোস্টে তিনি বলেন, বাংলাদেশের আদালত একনায়কতন্ত্রের অধীনে আমার পরিবারের পৈতৃক সম্পত্তি জব্দ করার উদ্যোগ নিয়েছে। এর মধ্যে রয়েছে ‘সুধা সদন’। সেই বাড়ি আমার বাবা বহু বছর আগে নির্মাণ করেছিলেন। এই সরকারের শাসনের অধীন সন্ত্রাসীরা লুটপাট ও অগ্নিসংযোগ করেছে এই বাড়িতে। এছাড়া ঢাকার বাইরের এমন সম্পত্তিও রয়েছে, যেগুলো বহু প্রজন্ম ধরে আমাদের পরিবারের অধীনে ছিল। এই পদক্ষেপ নেওয়া হয়েছে কোনো দুর্নীতির প্রমাণ, বিচার, দণ্ড বা ন্যায়বিচারের প্রক্রিয়া ছাড়াই।

তিনি আরও বলেন, বাংলাদেশে আইনের শাসন বলে কিছু নেই। ভবিষ্যতে যেকোনো সরকার যে কারও সম্পত্তি, এমনকি পৈতৃক সম্পত্তিও দখল করতে পারে।

 

  • জব্দ
  • পৈতৃক সম্পত্তি
  • শেখ হাসিনা
  • #