বন্যপ্রাণীর মাংস খাওয়ায় বিপাকে ‘লাপাতা লেডিজ’ অভিনেত্রী

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ সপ্তাহ আগে

আইনি ঝামেলায় পড়েছেন ‘লাপাতা লেডিজ’ এবং ‘অল ইউ ইমাজিন অ্যান্ড লাইট’ খ্যাত অভিনেত্রী ছায়া কদম। ইগুয়ানা, কচ্ছপ ও হরিণের মাংস খেয়েছেন তিনি, সেটি নিজের মুখে স্বীকারও করেছেন। তার জেরে বন অধিদপ্তর থেকে অভিনেত্রীকে নোটিশ পাঠানো হয়। সম্প্রতি মুম্বাইয়ের একটি বন্যপ্রাণী সংরক্ষণ সংগঠনের পক্ষ থেকে অভিনেত্রীর বিরুদ্ধে বন অধিদপ্তরে লিখিত অভিযোগ জানানো হয়।

সংগঠনের দাবি, একটি সাক্ষাৎকার ভাইরাল হয়েছে অভিনেত্রীর। যাতে তাকে বলতে শোনা গেছে, ভারতে নিষিদ্ধ তিনটি বন্যপ্রাণীর মাংস খেয়েছেন। অভিনেত্রীর এই বক্তব্যে আমাদের সমাজে ভুল বার্তা পৌঁছাবে। তাই আমরা চাই অভিনেত্রীর বিরুদ্ধে তদন্ত করে দেখা হোক।

এমন ঘৃণ্য অপরাধের সঙ্গে আরও কেউ যুক্ত কিনা, তা-ও খতিয়ে দেখা হোক। আর তারপর যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক।
অভিযোগ পাওয়ার পরই একটি তদন্ত কমিটি গঠন করেছে বন অধিদপ্তর। তদন্তকারী অফিসার রাকেশ ভোর ইতিমধ্যে অভিনেত্রীর সঙ্গে ফোনে যোগাযোগ করেন।

তবে অভিনেত্রী জানান, তিনি বর্তমানে শুটিংয়ের জন্য বাইরে রয়েছেন। চারদিন পর ফিরছেন। তারপর আইনি সহযোগিতা নেবেন। তার আইনজীবীর পরামর্শ অনুযায়ী তলবে সাড়া দেবেন।

এর আগে কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় আইনি বিপাকে পড়তে হয়েছিল সালমান খানকে।

  • অভিনেত্রী
  • বন্যপ্রাণীর মাংস
  • বিপাকে
  • #