মুন্সীগঞ্জ সদরের মোল্লাকান্দিতে সানা মাঝি (৪২) নামে শ্রমিকলীগের এক কর্মীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে মোল্লাকান্দি ইউনিয়নের মধ্য মাকহাটি গ্রামে এ ঘটনা ঘটে। ওই দিন রাত ৩টার দিকে গ্রামের তালগাছতলা সংলগ্ন রাস্তার পাশ থেকে পুলিশ সানা মাঝির লাশ উদ্ধার করে।
সানা মাঝি মাকহাটি গ্রামের প্রয়াত মোহাম্মদ মাঝির ছেলে। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে গ্রাম ছেড়ে একই উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নের ডেকরাপাড়া গ্রামে শ্বশুরবাড়িতে স্ত্রী-সন্তান নিয়ে চলে গিয়েছিলেন সানা। তিনি মোল্লাকান্দি ইউনিয়ন শ্রমিক লীগ কমিটির সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন।
এদিকে হত্যার কথা স্বীকার করে শুক্রবার বিএনপিকর্মী শিপন মাঝির ভাই মোল্লাকান্দি ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী বাবু মাঝি ফেসবুক লাইভে আসেন। সেখানে বাবু মাঝিকে বলতে শোনা যায়, ‘ঠিক আছে শিপন মাঝির মার্ডার। শিপন মাঝিরে মারছিল সানা। আজ অয় ডাকাতি করতে আইছিল। আমরা গ্রামবাসীরা ধইরা মারছি।’
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে মাকহাটি গ্রামের মসজিদের মাইকে ডাকাতির কথা ঘোষণা দিয়ে লোকজন জড়ো করে সানা মাঝিকে আটকে মারধর করা হয়। খবর পেয়ে পুলিশ তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। উদ্ধারের সময় সানা মাঝির বুকের ওপর পাইপগান ও কার্তুজ পাওয়া গেছে।
নিহতের ভাই আসাদ মাঝি জানান, তার ভাই একজন শ্রমিক। বৃহস্পতিবার বিকেলে শ্বশুরবাড়ি থেকে কাজ দেওয়ার কথা বলে তার ভাইকে ডেকে নিয়ে আসে স্বাধীন নামে এক ব্যক্তি। পরে রাতে লোকমুখে জানতে পারেন, তার ভাইকে মাকহাটি গ্রামে আটকে রেখে বাবু মাঝি ও তার সহযোগীরা পিটিয়ে ও কুপিয়ে মেরে ফেলে রেখেছে।
জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে মাকহাটি গ্রামের মোহাম্মদ মাঝি ও শামসুল মাঝির পরিবারের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে ১৯৯৭ সালে খুন হন মোহাম্মদ মাঝি। ওই খুনের জেরে ২০০১ সালের ফেব্রুয়ারিতে খুন হন শামসুল মাঝির ছেলে বিএনপিকর্মী শিপন মাঝি। এ হত্যা মামলায় ২০০৪ সালে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ প্রয়াত মোহাম্মদ মাঝির ছেলে সানা মাঝির বড় ভাই খলিল মাঝিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
হত্যার কথা স্বীকারের ব্যাপারে জানতে বাবু মাঝির ফোনে একাধিকবার কল করে নম্বর বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে জেলা যুবদলের সদস্য সচিব মাসুদ রানা বলেন, বাবু মাঝি যুবদলের রাজনীতিতে সম্পৃক্ত না। সে ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী কিনা, জানি না।
সদর থানার ওসি সাইফুল আলম বলেন, পূর্ব বিরোধের জেরে যুবদল নেতা বাবু মাঝি এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে। তবে জড়িতরা গা-ঢাকা দিয়েছে। শিগগিরই তাদের গ্রেপ্তার করা হবে। হত্যার ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।