গাজীপুরে ইমাম রইস উদ্দিনের মৃত্যুর ঘটনায় ১৭ জনের নামে মামলা, গ্রেপ্তার নেই কেউ

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ দিন আগে

গাজীপুর জেলা কারাগারে ইমাম রইস উদ্দিনের মৃত্যুর ঘটনার ছয় দিন পর হত্যা মামলা করেছেন তার স্ত্রী মাজেদা আক্তার। গত শুক্রবার পূবাইল থানায় করা এ মামলায় তিনি ১৭ জনের নাম উল্লেখ করেন। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে ২৫ থেকে ৩০ জনকে। পূবাইল থানার ওসি আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

কুমিল্লার বাসিন্দা রইস উদ্দিন গাজীপুর মহানগরের তাল গাছিয়ারটেক আখলাদুল জামে মসজিদের ইমাম ও খতিব ছিলেন। পরিবারের দাবি, পরিকল্পিতভাবে অপবাদ দিয়ে তাকে হত্যা করা হয়েছে।

মামলার এজাহারে মাজেদা আক্তার উল্লেখ করেছেন, তার স্বামী জুমাসহ পাঁচ ওয়াক্ত নামাজের আগে মসজিদের মুসল্লিদের উদ্দেশে কোরআন ও সুন্নাহের আলোকে ধর্মীয় বয়ান দিতেন। হায়দারাবাদ এলাকার একপক্ষ বয়ান পছন্দ করত এবং অন্যপক্ষ প্রতিনিয়ত হিংসা-বিদ্বেষ করত। বিরোধীপক্ষ রইস উদ্দিনকে মসজিদ থেকে বিতাড়িত করার চেষ্টা করত। পরে বিবাদীদের মধ্যে একজনের সন্তানকে ধর্ষণের নাটক সাজিয়ে গাছে বেঁধে গত রোববার সকালে গাছে বেঁধে মারধর করা হয়। একপর্যায়ে মাথার চুল কেটে জুতার মালা গলায় দেয় এবং মোবাইল ফোনে ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয় তারা। বিষয়টি পরিবারকে না জানিয়ে চার ঘণ্টা পর পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে রইস উদ্দিনকে উদ্ধার করে হাসপাতালে নেয়। প্রাথমিক চিকিৎসা শেষে গাজীপুর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। সেখানে ওইদিন রাতেই তিনি মারা যান।

শনিবার ওসি আমিরুল ইসলাম বলেন, রইস উদ্দিনের মৃত্যুর ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে আমরা মামলা নিয়েছি। অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

  • ইমাম রইস উদ্দিন
  • গাজীপুর
  • মামলা
  • মৃত্যু
  • #