নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তুচ্ছ ঘটনার জেরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে ছুরিকাঘাতে ইয়াছিন (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ। শনিবার (৩ মে) রাত ১০টার দিকে সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের এনায়েতনগর লাকি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম। নিহত ইয়াছিন ৮ নম্বর ওয়ার্ডের অস্থায়ী বাসিন্দা শহিদুল ইসলামের ছেলে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকালে এনায়েতনগর এলাকায় স্থানীয় কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। সেই বিরোধকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। এর জের ধরে রাত সাড়ে ৯টার দিকে দুই গ্রুপের মধ্যে পুনরায় কথা কাটাকাটি হয়। এ সময় দুই গ্রুপের সদস্যরা দেশীয় ও ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। তাদের মধ্যে ধাওয়া পালটা ধাওয়ার ঘটনাও ঘটে।
সংঘর্ষের একপর্যায়ে প্রতিপক্ষ গ্রুপের একজনের ছুরিকাঘাতে ইয়াছিন আহত হয়। পরে আশপাশের লোকজন গুরুতর অবস্থায় ইয়াছিনকে উদ্ধার করে শহরের খানপুরে ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদরের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তর্কাতর্কির এক পর্যায়ে ইয়াছিন নামে এক কিশোরকে ছুরিকাঘাত করা হয়। এতে তার মৃত্যু হয়েছে। ঘটনার পর উভয় গ্রুপ ঘটনাস্থল ত্যাগ করে। ছুরিকাঘাতকারীকে তার ভাই রমজান পালাতে সহযোগিতা করেছে বলে জেনেছি। এজন্য রমজান ও সানি নামে দুই জনকে জিজ্ঞাসাবদের জন্য পুলিশ হেফাজতে আনা হয়েছে। এ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান ওসি মোহাম্মদ শাহিনূর আলম।