বাংলাদেশ দূতাবাসে স্মারকলিপি ও বিক্ষোভ সুইডেন আওয়ামী লীগের

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৬ দিন আগে

শেখ হাসিনাসহ তার পরিবারের সদস‍্য ও আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর অন্তর্বর্তী সরকার কর্তৃক দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে সুইডেনস্থ বাংলাদেশ দুতাবাসে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়। রাষ্ট্রদূত অনুপস্থিত থাকায় দূতাবাসের প্রধান কর্মকর্তা শাহ মোহাম্মদ আশরাফুল আলম মোহন স্মারকলিপি গ্রহণ করেন।

স্মারকলিপি উল্লেখ করা হয়- দেশি-বিদেশি শক্তির ষড়যন্ত্রের মাধ্যমে গণতান্ত্রিকভাবে নির্বাচিত শেখ হাসিনার সরকারকে ৫ আগস্ট-২০২৪ উৎখাত করা হয়। শেখ হাসিনাসহ তার পরিবারের সদস‍্যদের ও আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থকদের বিরুদ্ধে সহ্রাধিক মিথ‍্যা মামলা দিয়ে লক্ষ লক্ষ নেতাকর্মীদের অন‍্যায়ভাবে গ্রেফতার করে কারাঘারে বন্দি করে রাখা হয়েছে এবং গণহারে ধর-পাকড় অব্যাহত রয়েছে। আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মী ও সংখ্যালঘু সম্প্রদায়ের পরিবারের নারী শিশুদের অমানবিক নির্যাতন করে হত‍্যা করছে, তাদের বাড়ি ঘর ব্যবসাপ্রতিষ্ঠানে লুটপাট করে আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে।এদিকে অন্তর্বর্তী সরকার মায়ানমারে আরাকান আর্মিকে মানবিক করিডোর দেয়ার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে বাংলাদেশ একটি অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত হবে এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবে।

স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান, সুইডেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ বজলুল বারী মাছুম, সহ-সভাপতি মহিউদ্দীন আহমদ লিটন, সিরাজুল হক খান রানা, জাকারিয়া খন্দকার, যুগ্ম সাধারণ সম্পাদক রাবেয়া ইসলাম, মিজানুর রহমান মিজান, আফছার আহমেদ, আবিদ খান, সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মিঠু, মৃদুল ভট্টাচার্য, ডক্টর কবির প্রমুখ।

  • বিক্ষোভ
  • সুইডেন আওয়ামী লীগ
  • স্মারকলিপি
  • #