পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত

:
প্রকাশ: ২ সপ্তাহ আগে

কাশ্মীরের পেহেলগামে হামলার প্রতিক্রিয়ায় ‘অপারেশন সিন্দুর’ শুরু করেছে ভারত। এ অভিযানের অংশ হিসেবে পাকিস্তানের বিভিন্ন জায়গায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে ভারত। পাকিস্তানের এক সামরিক কর্মকর্তা মঙ্গলবার (৬ মে) দিবাগত রাতে এ তথ্য জানান। বার্তা সংস্থা রয়টার্স একাধিক প্রত্যক্ষদর্শীর বরাতে জানিয়েছে, পাকিস্তানের আজাদ কাশ্মিরের রাজধানী মুজাফফরাবাদের পাহাড়ি অঞ্চলের কাছে একাধিক বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এ তথ্য জানিয়ে বলেছেন, কোটলি, ভাওয়ালপুর ও মুজাফ্ফরাবাদে এ হামলা চালিয়েছে ভারত। খবর ডন

পাকিস্তানের মিডিয়া সূত্রের বরাত এতে আরও দাবি করা হয়, বাহাওয়ালপুরে চারটি স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং মুজাফফরাবাদে একটি গ্রিড স্টেশন মিসাইল হামলার শিকার হয়েছে। তবে ভারতীয় সরকার বা প্রতিরক্ষা মন্ত্রণালয় এখনও এই অভিযান সম্পর্কে আনুষ্ঠানিক কোনো বিবৃতি প্রকাশ করেনি। এই হামলার ফলে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে, যা গত এপ্রিলে জম্মু ও কাশ্মীরের পাহালগামে ২৬ জন নাগরিকের প্রাণহানির ঘটনার পর থেকে তীব্র আকার ধারণ করেছে।

পাকিস্তানে মিসাইল ছোড়ার তথ্য নিশ্চিত করেছে ভারত। দেশটি জানিয়েছে তাদের সামরিক বাহিনী আজাদ কাম্মিরসহ পাকিস্তানের নয়টি জায়গায় মিসাইল ছুড়েছে।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম কলকাতা ২৪এক্স৭ পাকিস্তানের মিডিয়া সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ভারতীয় সশস্ত্র বাহিনী আজ মাঝরাতে ‘অপারেশন সিন্দুর’ (Operation Sindoor) নামে একটি বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে। এই অভিযানের লক্ষ্য ছিল পাকিস্তান এবং পাকিস্তান-অধিকৃত জম্মু ও কাশ্মীরের সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করা, যেখান থেকে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার পরিকল্পনা ও নির্দেশ দেওয়া হচ্ছিল। পাকিস্তানের বাহাওয়ালপুর ও মুজাফফরাবাদে ভারতীয় বাহিনী মোট নয়টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে বলে জানা গেছে।

ভারতীয় সশস্ত্রবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, অপারেশন সিন্দুর’ নামের অভিযানে পাকিস্তানের ৯টি জায়গায় হামলা চালানো হয়েছে। তাদের দাবি, এই হামলায় সশস্ত্র বাহিনীর অবকাঠামো লক্ষ্য করা হয়েছে; পাকিস্তানের সেনা সদস্যদের ওপর কোনো হামলা চালানো হয়নি। ‘অপারেশন সিন্দুর’ এর মাধ্যমে পাকিস্তানে সন্ত্রাসী অবকাঠামোতে আঘাত শুরু করেছে দেশটি।

প্রসঙ্গত, গত এপ্রিলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের পহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন মারা যান। এরপর ভারত এই হামলার দায় পাকিস্তানের ওপর দিয়ে দেশটির সাথে বিভিন্ন কূটনৈতিক সম্পর্ক ও চুক্তি বাতিল করেছে ভারত।

 

  • ক্ষেপণাস্ত্র
  • পাকিস্তান
  • ভারত
  • হামলা
  • #