পাকিস্তানি বাহিনীর গুলিতে ১৬ জন নিহতের কথা স্বীকার করেছে ভারত। নিয়ন্ত্রণ রেখাজুড়ে (এলওসি) এসব হতাহতের ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন আরও ৪৩ জন। খবর বিবিসির।
বৃহস্পতিবার (০৮ মে) ভারতের পক্ষ থেকে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, বুধবার সকাল থেকে পাকিস্তানি বাহিনীর গুলিতে আরও একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে। নিহতদের মধ্যে তিনজন নারী ও পাঁচ শিশু রয়েছে।
এর আগে মৃতের এ সংখ্যা ১৫ জন বলে জানিয়েছিল ভারত। আহতদের সংখ্যা ৪৩ জনে অপরিবর্তিত রয়েছে।
এই বিবৃতিতে বলা হয়েছে, জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা, বারামুল্লা, উরি, পুঞ্চ, মেন্ধার এবং রাজৌরি সেক্টরে মর্টার এবং শক্তিশালী কামানের গোলা নিক্ষেপ করেছে ইসলামাবাদ। ভারতীয় সেনাবাহিনী এই মর্টার এবং কামান হামলা বন্ধ করার জন্য আহ্বান জানিয়েছে। এদিকে পাকিস্তানের ‘বেশ কয়েকটি স্থানে’ বিমান প্রতিরক্ষা রাডার এবং ব্যবস্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ভারত। ভারত সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, এটা নির্ভরযোগ্যভাবে জানা গেছে যে লাহোরে একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় করা হয়েছে। ভারত কীভাবে এই সিস্টেমগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে সে সম্পর্কে আরও বিস্তারিত কিছু বিবৃতিতে বলা হয়নি। তবে এর আগে পাকিস্তান দাবি করেছে তারা গত রাত থেকে ২৫টি ভারতীয় ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। ভারত দাবি করেছে, পাকিস্তান ভারতের বেশ কয়েকটি স্থানে ‘ড্রোন ও ক্ষেপণাস্ত্র’ পাঠিয়েছে।