নাটোরে সেতুর ওপর থেকে মানুষের কাটা হাত উদ্ধার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৫ দিন আগে

নাটোরের দত্তপাড়া এলাকায় সেতুর ওপর থেকে পলিথিনে মোড়ানো মানুষের একটি হাত উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ৮টার দিকে হাতটি উদ্ধার করে হাসপাতালে ফ্রিজিং করতে পাঠানো হয়। এটি কোনো এক ব্যক্তির বাঁ হাত।

খোঁজ নিয়ে জানা যায়, সন্ধ্যার পর অন্য দিনের মতো জনবহুল দত্তপাড়া বাজার এলাকায় অবস্থান করছিল স্থানীয় লোকজন। এ সময় অন্ধকারের মধ্যে চলন্ত কোনো এক যানবাহন থেকে একটি পলিথিনে মোড়ানো প্যাকেট সেতুর ওপর পড়ে যায়। কোনো গুরুত্বপূর্ণ জিনিস মনে করে লোকজন এগিয়ে গিয়ে দেখতে পায়, একটি সবুজ পলিথিন ব্যাগে খোলা অবস্থায় কাটা একটি বাঁ হাত পড়ে রয়েছে। বিষয়টি সদর থানা-পুলিশকে জানালে পুলিশ এসে কাটা হাতটা উদ্ধার করে নিয়ে যায়।

দত্তপাড়া এলাকার বাসিন্দা জুয়েল রানা ও আবু ইউসুফ জানান, তাদের ধারণা ব্যাগটি নদীতে ফেলার সময় সেতুর রেলিংয়ে বাধা পেয়ে সেতুর ওপরে পড়ে যায়।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে পলিব্যাগে মোড়ানো একটি কাটা বাঁ হাত উদ্ধার করা হয়েছে। তবে কার হাত, কারা ফেলে গেছে, এ ব্যাপারে কিছুই জানা যায়নি, খোঁজ নেওয়া হচ্ছে।

  • উদ্ধার
  • কাটা হাত
  • নাটোর
  • #