ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে গত ২২ এপ্রিল সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হয়। ওই হামলার জন্য পাকিস্তানের দিকে অভিযোগের আঙ্গুল তুলে ভারত। তার ঠিক ১৫ দিন পরে মঙ্গলবার দিবাগত রাতে ২৫ মিনিট ধরে পাকিস্তানের অন্তত ছয়টি স্থানে আকাশ পথে হামলা চালিয়েছে ভারত। এতে অন্তত ৩১ জন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। এ ঘটনায় ভারতের পাশে রয়েছে ফ্রান্স।
বুধবার (৭ মে) ফ্রান্সের ইউরোপ ও পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে বলেছে, সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াইয়ে ভারতকে সমর্থন করে ফ্রান্স।
এর আগে গত ২২ এপ্রিল ভারতের পাশে থাকার ঘোষণা দিয়েছে ফ্রান্স। ভারতে অবস্থিত ফরাসি দূতাবাসের বরাতে বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পেহেলগামে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে ফ্রান্স ভারতের সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশ করেছে