আঞ্চলিক দলগুলোর নিবন্ধনের জন্য শর্ত শিথিল ও পার্বত্য চট্টগ্রামে স্বায়ত্তশাসনের দাবির প্রস্তাব দিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। নির্বাচন কমিশনের শর্তের কারণে সংগঠনটির নিবন্ধন পাওয়া সম্ভব নয় বলেও দাবি করেন ইউপিডিএফের নেতা মাইকেল চাকমা। শনিবার সকালে জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে আঞ্চলিক দলের জন্য বিশেষ ব্যবস্থা রাখার প্রস্তাব দেয় ইউপিডিএফ।
এ সময় পার্বত্য চট্টগ্রামে স্বায়ত্তশাসনের দাবি নিয়েও আলোচনা হয়েছে বলে জানান মাইকেল চাকমা। সাংবিধানিক কাঠামোর মধ্যেই পার্বত্য চট্টগ্রামের সমস্যা সমাধানের পথ খুঁজে বের করার তাগিদ দেন তিনি। ১৯৯৭ সালের পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি বলেও অভিযোগ করেন তিনি।
মাইকেল চাকমা বলেন, এই শান্তিচুক্তির সাংবিধানিক ভিত্তি ছিল না। সাংবিধানিক স্বীকৃতি না থাকায় যেকোনো সরকার চাইলে তা বাতিল করতে পারে।
ইউপিডিএফেরর সংগঠক মাইকেল চাকমা বলেন, পার্বত্য অঞ্চলকে স্বায়ত্তশাসিত অঞ্চল করার দাবি করেছিলাম। সেটা যেন সংবিধানে উত্থাপন করা হয়; সংবিধানে যেন লিখিতভাবে স্থান পায় বিশেষ স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে। দেশে যদি চারটা স্বায়ত্বশাসিত অঞ্চল হতে পারে তাহলে পার্বত্য চট্টগ্রাম কেন নয়? পাঁচটা কেন নয়?