বাজার দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ দিন আগে
প্রতীকী ছবি

বাজার দখলকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে যশোরের ঝিকরগাছায় একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের বড়ভাই গুরুতর জখম হয়েছেন। শনিবার (১০ মে) উপজেলার ছুটিপুর বাজারের জামতলা মোড়ে বিকেল ৫টার দিকে সংঘর্ষের এ ঘটনা ঘটে। রোববার (১১ মে) ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় আহত আশা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

নিহত আশাদুল হক আশা (৪০) বালিয়া গ্রামের মৃত আতাউল হকের ছেলে। এ ঘটনায় গুরুতর জখম নিহতের বড়ভাই মহিদুল ইসলাম যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সংঘর্ষের ঘটনায় নিহতের বোন নাসিমা বেগম বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫-২০ জনের বিরুদ্ধে ঝিকরগাছা থানায় মামলা করেছেন। পুলিশ এজাহারনামীয় ছয়জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলেন ওলিয়ার, জাহাঙ্গীর, রাকিব, জনাব আলি, আরব আলী ও আহমেদ আলী। এদের বাড়ি ছুটিপুর, কাগমারি, মোহাম্মদপুরসহ আশপাশের এলাকায়।

স্থানীয় সূত্র জানায়, আওয়ামী লীগের শাসনামলে বাড়ি বিক্রি করে এলাকা ছাড়েন নিহত আশা। গত ৫ এপ্রিল তিনি ওমান থেকে এলাকায় ফেরেন। শনিবার বিকেলে জামতলা মোড়ে স্থানীয় বিএনপির কার্যালয় থেকে নেতাকর্মীদের নিয়ে একটি মহড়া বের করেন আশা ও তার ভাই মহিদুল। এ সময় বিপ্লবের নেতৃত্বে বিএনপির অপর একটি পক্ষ বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ বাধে। এ সময় হামলায় ইট-পাটকেল নিক্ষেপ ও দেশীয় অস্ত্র ব্যবহারের ঘটনা ঘটে। গুরুতর আহত হন আশা ও মহিদুল।

প্রত্যক্ষদর্শী মহিদুল ইসলামের ছেলে শান্ত ইসলাম বলেন, ছুটিপুর বাজারে জামতলা মোড়ে আমার বাবা ও চাচাকে মোহন, নসু, বিপ্লব, সাদ্দামসহ পাঁচজন মিলে কুপিয়ে আহত করে৷ পরে তাদের ভ্যানে দড়ি দিয়ে বেঁধে হাসপাতালে পাঠায়।

নাম প্রকাশে অনিচ্ছুক আটলিয়া গ্রামের এক বাসিন্দা বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন জামতলা বাজারে বিএনপির দু’গ্রুপের উত্তেজনা চলে আসছিল। এ ঘটনার জের ধরেই এ সংঘর্ষ ও হত্যাকাণ্ড।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবলুর রহমান খান বলেন, বাজার দখলকে কেন্দ্র করে সংঘর্ষের এ ঘটনা ঘটে। এ ঘটনায় এজাহারনামীয় ছয় আসামিকে গ্রেফতার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে।

  • নিহত
  • বাজার দখল
  • বিএনপি
  • সংঘংর্ষ
  • #