বিমানবন্দরে আন্দালিব রহমান পার্থের স্ত্রীর গতিরোধ

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ ঘন্টা আগে

সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় পার্টির(বিজেপি) সভাপতি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের স্ত্রী শেখ সাইরা রহমানকে বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুর ১টা ২০ মিনিটের ফ্লাইটে তার থাইল্যান্ড যাওয়ার কথা। কিন্তু ইমিগ্রেশন কর্তৃপক্ষ বলছে, উপরের ক্লিয়ারেন্স ছাড়া তার যাওয়া সম্ভব হবে না।

প্রসঙ্গত, শেখ হেলালের মেয়ে শেখ সাইরা রহমান। তার বিরুদ্ধে কোনো মামলা নেই। জুলাই অভ্যুত্থানের সময় তার স্বামী আন্দালিব রহমান পার্থ জেলে ছিলেন।

সাবেক প্রেসিডেন্ট আবদুল হামিদের বিদেশ যাওয়ার পর বিমানবন্দর কর্তৃপক্ষ নড়েচড়ে বসেছেন। বলা হয়েছে, ওই পরিবারের কোনো সদস্য ক্লিয়ারেন্স ছাড়া বিদেশ যেতে পারবেন না।

  • আন্দালিব রহমান পার্থ
  • গতিরোধ
  • বিমানবন্দর
  • স্ত্রী
  • #