চুয়াডাঙ্গায় ভুট্টাখেত থেকে আলমগীর হোসেন (৩৮) নামের এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের আদমকুড়ি গ্রামের মাঠে কয়েকজন কৃষক মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধারের কার্যক্রম শুরু করে।
মৃত আলমগীর হোসেন উপজেলার আদমকুড়ি গ্রামের মৃত শামসুল মন্ডলের ছেলে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, তিন দিন আগে আলমগীর হোসেন পারিবারিক কলহের কারণে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। আজ সকালে মাঠে কাজ করতে যাওয়ার সময় কৃষকেরা একটি ভুট্টাখেতের মধ্যে মরদেহটি দেখতে পেয়ে আমাদের খবর দেয়।
তিনি আরও বলেন, প্রাথমিক তদন্ত শুরু হয়েছে এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।