খুবি শিক্ষক লাঞ্ছিতের মামলায় গ্রেপ্তার ১

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৪ দিন আগে

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষক হাসান মাহমুদ সাকিকে লাঞ্ছিতের মামলায় মোহাম্মদ শেখ মোবারক হোসেন নোমান নামের এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করে হরিনটানা থানা পুলিশ।

হরিণটানা থানার ওসি শেখ খায়রুল বাশার বিষয়টি নিশ্চিত করে বলেন, মোহাম্মদ শেখ মোবারক হোসেন নোমান খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী ছাত্র বিষয়ক পরিচালক হাসান মাহমুদ সাকিকে লাঞ্ছিতের মামলার এজাহারভুক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি সে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থান করছে। তাৎক্ষণিক সেখানে অভিযান করে তাকে গ্রেপ্তার করা হয়।

গত ২ মে বাংলা বিভাগের ১৮ তম ব্যাচের শিক্ষার্থী নোমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাসান মাহমুদ সাকিকে লাঞ্ছিত করে বলে অভিযোগ ওঠে। ঐ রাতেই নোমানের শাস্তির দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।

পরদিন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় নোমানের ছাত্রত্ব বাতিল করা হয়। একই সঙ্গে তার ক্যাম্পাসে প্রবেশাধিকার নিষিদ্ধ, স্নাতক সনদ বাতিল করা হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি মামলা করে।

  • খুবি শিক্ষক
  • গ্রেপ্তার
  • মামলা
  • লাঞ্ছিত
  • #