গাভি নিয়ে গেছেন বিএনপি নেতা, বাছুর নিয়ে আদালতে ভুক্তভোগী

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১৩ ঘন্টা আগে

ঝালকাঠির রাজাপুরের ঘিগড়া গ্রামে নারগিস আক্তার (২৫) নামে এক গৃহবধূর গাভি নিজের বাড়িতে নিয়ে গেছেন স্থানীয় এক বিএনপি নেতা। সেই গাভির এক মাস বয়সী বাছুর কোলে নিয়ে ন্যায়বিচারের আশায় ঝালকাঠি আদালতে হাজির হয়েছেন নারগিস। মা ছাড়া হয়ে দুধ না পেয়ে বাছুরটি দুর্বল হয়ে পড়েছে। বোতলের দুধ ও ভাতের মাড় খাইয়ে তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা চলছে।

তবে পরে গাভি নিয়ে ফেরত দিয়েও পদ হারিয়েছেন বিএনপি নেতা মো. বেলাল খান। তিনি উপজেলার শুক্তাগড় ইউনিয়নের ১নং ঘিগড়া ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদকের পদে ছিলেন। বৃহস্পতিবার (১৫ মে) রাতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রতন দেবনাথ ও সদস্য সচিব আমিনুল ইসলাম খান রিয়াজ তাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সব পদ ও দল থেকে বহিষ্কার করেন।

বহিষ্কারাদেশে উল্লেখ করা হয়, শুক্তাগড় গ্রামের জনৈক আবু বকরের স্ত্রীর গোয়াল থেকে গাভী নিয়েছেন। বিষয়টি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধমে প্রচারিত হয়েছে, যা দলীয় শৃঙ্খলার চরম পরিপন্থি।

‎নারগিস জানান, তার স্বামী আবু বকর দীর্ঘদিন ধরে নিখোঁজ। জীবিকার তাগিদে গার্মেন্টসে চাকরি করে কষ্ট করে একটি গাভি কেনেন তিনি। গাভিটির এক মাস বয়সী একটি বাছুরও রয়েছে। হঠাৎ গত বুধবার সকালে স্থানীয় শুক্তাগড় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. বেলাল খান আমার স্বামীর কাছে ২০ হাজার ঋণ পাবেন বলে জোর করে গাভিটি নিয়ে যান।

‎নারগিস বলেন, আমার স্বামী অনেক বছর ধরে নিখোঁজ। আমি কষ্ট করে গরু কিনেছি দুধ বিক্রি করে চলব বলে। এখন সেই গরুটিও নিয়ে গেছে। বাছুরটি দুধ না পেয়ে অসুস্থ হয়ে পড়ছে।

‎এ বিষয়ে বিএনপি নেতা মো. বেলাল খান বলেন, ৯ বছর আগে ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের মাধ্যমে আবু বকরকে ২০ হাজার টাকা দিয়েছিলাম। সুদে-আসলে এখন তা ৩০ হাজার টাকা হয়েছে। টাকা না পেয়ে গরুটি নিয়ে এসেছি।

  • আদালত
  • গাভি
  • বাছুর
  • বিএনপি নেতা
  • #