রাজধানীর লালবাগ থানাধীন আজিমপুর সরকারি কলোনির পুকুর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ মে) ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তার নাম-পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ২০ থেকে ২২ বছর হতে পারে।
সত্যতা নিশ্চিত করেন লালবাগ থানার এসআই আনিছুর রহমান বলেন, খবর পেয়ে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সেখান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এসআই আরো বলেন, স্থানীয়রা আজিমপুর সরকারি কলোনির পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে তাকে পুকুর পাড়ে উঠায়।পরে খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।