দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর পরিচয়পত্র পেশ শেষ মুহূর্তে স্থগিত করেছে ভারত। আজ বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে তার পরিচয়পত্র পেশ করার কথা ছিল। দুপুরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ফোন করে জানানো হয়, অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। পরবর্তী দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে।
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন সূত্র জানায়, শুধু বাংলাদেশ নয়, তুরস্ক, থাইল্যান্ডসহ পাঁচটি দেশের কূটনীতিকের পরিচয়পত্র পেশ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।
জানা যায়, সাম্প্রতিক সংঘাতে পাকিস্তানকে সমর্থনের জেরে তুরস্কের সঙ্গে সম্পর্কের অবনতি হয় ভারতের। তুরস্ক শক্তিশালী রাষ্ট্র। হঠাৎ করে তাদের পরিচয়পত্র পেশ অনুষ্ঠান স্থগিত করতে পারছিল না দিল্লি। এ জন্য একসঙ্গে পাঁচটি দেশের পরিচয়পত্র পেশ অনুষ্ঠান স্থগিত করেছে দিল্লি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সময়সূচি-সংক্রান্ত সমস্যার কারণে বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবনে পরিচয়পত্র পেশ অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হয়েছে।
রিয়াজ হামিদুল্লাহ গত ৭ এপ্রিল দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে যোগ দেন। তিনি মোস্তাফিজুর রহমানের স্থলাভিষিক্ত হয়েছেন। এ দায়িত্ব নেওয়ার আগে রিয়াজ হামিদুল্লাহ পররাষ্ট্র মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে আঞ্চলিক সংস্থা ও বহুপক্ষীয় অর্থনৈতিক বিষয়গুলো দেখভাল করতেন।