পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতীয় ইউটিউবার গ্রেপ্তার

: বিশ্বপরিস্থিতি ডেস্ক
প্রকাশ: ১৮ ঘন্টা আগে

পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে হরিয়ানার এক ইউটিউবারকে গ্রেপ্তার করেছে ভারতের পুলিশ। জ্যোতি মালহোত্রা নামের ওই ইউটিউবারের সোশ্যাল মিডিয়ায় বিপুলসংখ্যক অনুসারী রয়েছে। চলতি বছরের শুরুতে তিনি পাকিস্তান সফর করেছিলেন এবং সেই ভ্রমণের একাধিক ভিডিও তাঁর ইউটিউব চ্যানেলে পোস্ট করেন।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানি এজেন্টদের কাছে সংবেদনশীল তথ্য পাচারের অভিযোগে আরও ছয়জনের সঙ্গে জ্যোতিকেও গ্রেপ্তার করা হয়েছে।

তদন্তকারীদের দাবি, ২০২৩ সালে এজেন্টদের মাধ্যমে ভিসা নিয়ে জ্যোতি প্রথম পাকিস্তানে যান। সেখানে থেকে এসেই নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনে কর্মরত এহসান-উর-রহিম ওরফে দানিশ নামের এক কর্মকর্তার সঙ্গে তাঁর পরিচয় হয়। দ্রুত তাঁদের সম্পর্ক ঘনিষ্ঠ হয় এবং এরপর এহসান তাঁকে পাকিস্তানের গোয়েন্দা কর্মীদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। তবে পেহেলগাম হামলার জেরে পাকিস্তানি হাইকমিশনের প্রতিরক্ষা বা সামরিক কর্মকর্তাদের (নৌ ও বিমান) ‘পার্সোনা নন গ্রাটা’ বা অবাঞ্ছিত ঘোষণা করে ভারত। এরপর গত ১ মে দুই দেশের হাইকমিশনের কর্মী সংখ্যা ৫৫ থেকে কমিয়ে ৩০ জনে আনা হয়। অবাঞ্ছিত এসব কর্মীর মধ্যে একজন ছিলেন এহসান-উর-রহিম।

তদন্তকারী কর্মকর্তারা আরও বলেন, ভারতে ফেরার পর জ্যোতি হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও স্ন্যাপচ্যাটের মতো এনক্রিপ্টেড প্ল্যাটফর্মের মাধ্যমে পাকিস্তানি এজেন্টদের সঙ্গে যোগাযোগ রাখতেন। সন্দেহ এড়াতে তিনি কনট্যাক্টগুলোর নাম বিভিন্ন ছদ্মনামে সেভ করতেন। যেমন শাকির নামে একজনের নাম তিনি সেভ করেন ‘জাট রান্ধওয়া’ নামে। তদন্তকারীদের অভিযোগ, জ্যোতি ভারতীয় কয়েকটি জায়গার সংবেদনশীল তথ্য পাকিস্তানি এজেন্টদের কাছে পাচার করেছেন। পুলিশ জানিয়েছে, তিনি তিনবার পাকিস্তান সফর করেছেন। এছাড়া এক পাকিস্তানি গোয়েন্দা কর্মীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল এবং অভিযোগ রয়েছে, তিনি ওই এজেন্টের সঙ্গে ইন্দোনেশিয়ার বালিও সফর করেছেন। তদন্তকারীরা বলছেন, জ্যোতি একটি বৃহত্তর গুপ্তচরবৃত্তি চক্রের অংশ, যার কর্মীরা হরিয়ানা ও পাঞ্জাবজুড়ে সক্রিয়।

জ্যোতি মালহোত্রার ‘Travel with Jo’ নামে একটি ইউটিউব চ্যানেল রয়েছে, যেখানে তার প্রায় ৩ লাখ ৭৭ হাজার সাবস্ক্রাইবার। ইনস্টাগ্রামেও তাঁর প্রায় সোয়া লাখ অনুসারী আছে। তিনি নিজেকে যাযাবর এবং আধুনিক হলেও পুরোনো ধ্যানধারণার হরিয়ানি-পাঞ্জাবি নারী হিসেবে বর্ণনা করেন।

 

 

  • অভিযোগ
  • গুপ্তচরবৃত্তি
  • গ্রেপ্তার
  • ভারতীয় ইউটিউবার
  • #