নুসরাত ফারিয়াকে আটকের ঘটনা লজ্জাজনক আখ্যা দিয়ে খ্যাতিমান অভিনেতা ফজলুর রহমান বাবু বললেন, পরিষ্কারভাবে যদি বলি আমরা নিজেরাও বিপদে। সোমবার রাতে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে শেষে বেরিয়ে যাবার পথে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন তিনি।
সাক্ষাৎকারে চলচ্চিত্রাঙ্গনের বর্তমান ব্যস্ততা, নতুন প্রজন্মের শিল্পী এবং শিল্পী-নায়িকাদের আইনি জটিলতা নিয়ে খোলামেলা কথা বলেছেন। ঈদ মুক্তিপ্রাপ্ত ছবি ‘তাণ্ডব’ ও ‘ইনসাফ’-এ অভিনয়ের অভিজ্ঞতা জানানোর পাশাপাশি, নুসরাত ফারিয়ার গ্রেফতারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এই গুণী অভিনেতা। সাক্ষাৎকারে ফজলুর রহমান বাবু নিজেকে মূলত অভিনেতা হিসেবেই পরিচয় দেন।
সাংবাদিকরা তার গান গাওয়ার প্রসঙ্গ তুললে তিনি বলেন, আমি আসলে অভিনেতাই। অভিনয় করি। ঠিকঠাক মত যদি টিম থাকে, চিত্রনাট্য হয় তাহলে সব জায়গায় কাজ করতে ভালো লাগে। সব জায়গায় সমান গুরুত্ব দিয়ে কাজ করি। শুধু অর্থের জন্য কাজ করি না, শিল্পীর যে ক্ষুধা সেই ক্ষুধা নিবৃত করার জন্য কাজ করি।
তবে সাক্ষাৎকারের সবচেয়ে স্পর্শকাতর অংশ ছিল শিল্পী বা নায়ক-নায়িকাদের উপর মামলা এবং নুসরাত ফারিয়ার গ্রেফতার প্রসঙ্গ। এ বিষয়ে ফজলুর রহমান বাবু স্পষ্ট ভাষায় বলেন, এটা কাম্য না, এক কথায় এর উত্তর দিতে চাই এটা কাম্য না।
নুসরাত ফারিয়ার সঙ্গে একই ছবিতে কাজ করার স্মৃতিচারণ করে তিনি বলেন, এটা দুঃখজনক। এখন উনি অভিনয় করার জন্য বন্দি হয়েছেন নাকি অন্য কোনো কারণে সেটা এখনো আমাদের কাছে পরিষ্কার না। তবে শুধুমাত্র যদি অভিনয় করার কারণে উনি বন্দি হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের শিল্পীদের জন্য লজ্জার এবং কষ্টের।
সিনিয়র শিল্পী হিসেবে এই ঘটনার প্রতিবাদ করবেন কিনা, এমন প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে ফজলুর রহমান বাবু বলেন, যদি খুব পরিষ্কার করে বলি তাহলে আমরা নিজেরাও বিপদে আছি।
সাংবাদিকদের এমন অকপট উত্তরে চলচ্চিত্রাঙ্গনের বর্তমান পরিস্থিতি এবং শিল্পীদের মধ্যে বিরাজমান অনিশ্চয়তার চিত্র ফুটে ওঠে। ফজলুর রহমান বাবুর এই মন্তব্য শিল্পী মহলে এবং সাধারণ দর্শকদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।