ছুটিতে যাচ্ছেন পররাষ্ট্রসচিব জসীম উদ্দিন, নতুন দায়িত্বে আসছেন সিয়াম

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১৪ ঘন্টা আগে

অবশেষে ছুটিতে যাচ্ছেন পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন। নতুন পররাষ্ট্রসচিব করা হতে পারে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বর্তমান রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামকে।

সরকারের একজন কর্মকর্তা মঙ্গলবার রাতে জানান, নতুন পররাষ্ট্রসচিব হিসেবে যুক্তরাষ্ট্রে বর্তমান রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামের নিযুক্তির বিষয়টিতে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস গত সোমবার অনুমোদন দিয়েছেন।

কাকে নতুন পররাষ্ট্রসচিবের দায়িত্ব দেওয়া হবে, সে বিষয়ে দুই সপ্তাহ ধরে টানাপোড়েন চলছিল প্রধান উপদেষ্টার কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে। সরকার সিদ্ধান্ত না বদলালে দু-এক দিনের মধ্যে পরবর্তী পররাষ্ট্রসচিব নিযুক্তির বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হতে পারে। পরবর্তী পররাষ্ট্রসচিব নিযুক্তির বিষয়ে গত রাতে জানতে চাইলে বর্তমান পররাষ্ট্রসচিব জসীম উদ্দিন কোনো মন্তব্য করেননি।

এদিকে,  জসীম উদ্দিনের ছুটিতে যাওয়ার পর ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম।

বর্তমান অন্তর্বর্তী সরকার গত বছরের আগস্টে দায়িত্ব নেওয়ার পর দ্বিতীয়বার পররাষ্ট্রসচিব পদে পরিবর্তনের সিদ্ধান্ত নিল। বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৩তম ব্যাচের কর্মকর্তা জসীম উদ্দিন গত বছরের সেপ্টেম্বরে পররাষ্ট্রসচিব পদে যোগ দেন। ২০২৬ সালের ডিসেম্বরে তাঁর অবসরোত্তর ছুটিতে যাওয়ার কথা।

সূত্র : আজকের পত্রিকা,  প্রথম আলো

  • ছুটিতে
  • জসীম উদ্দিন
  • পররাষ্ট্রসচিব
  • #