চাঁদা দাবির অভিযোগে বৈষম্যবিরোধীর সাবেক দুই নেতা আটক

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১৭ ঘন্টা আগে

চাঁদা দাবির অভিযোগে মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে নিজ বাসা থেকে তাঁদের গ্রেফতার করা হয়। দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জেলা পুলিশ প্রশাসন।

আটক দুজন হলেন শিবালয় উপজেলার নবগ্রাম গ্রামের আশরাফুল ইসলাম ওরফে রাজু (২১) এবং মানিকগঞ্জ পৌর এলাকার উত্তর সেওতা গ্রামের মেহেরাব হোসাইন (১৯)। তারা দুজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির যুগ্ম সদস্যসচিব ছিলেন। তারা কমিটি থেকে পদত্যাগ করেছেন বলে সংগঠন সূত্রে জানা গেছে।

সদর থানার ওসি এস এম আমান উল্লাহ জানান, মানিকগঞ্জ পৌর এলাকার পশ্চিমদাশড়া আমজাদ হোসেনের ছেলে সাংবাদিক আনিসুর রহমান সাব্বিরের করা এক মামলায় মঙ্গলবার সদর থানা পুলিশ তাদের গ্রেফতার করে।

এজাহারের বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা আরও জানান, বাদী আনিসুর রহমান সাব্বিরের কাছে দুই লাখ টাকা চাঁদা দারি করে। তিনি দিতে অস্বীকার করায় প্রাণনাশের হুমকি প্রদান ও পরে বিভিন্ন পেজ-গ্রুপে মানহানিকর স্ট্যাটাস দেয়। চাঁদা দাবির নম্বরের সূত্র ধরে আসামিদের গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামিদের জিজ্ঞাসাবাদে ও তাদের কাছ থেকে পাওয়া মোবাইলে তাদের মধ্যে যোগসাজশের প্রমাণ পাওয়া গেছে।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মানিকগঞ্জ জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক রমজান মাহমুদ জানান, মেহেরাব হোসেন ও আশরাফুল ইসলাম রাজু জুলাই আগস্টে ফ্যাসিবাদ আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন এবং অভ্যুত্থানে সাহসী ভূমিকা রেখেছেন।
  • অভিযোগ
  • গ্রেপ্তার
  • চাঁদা দাবি
  • বৈষম্যবিরোধী
  • সাবেক দুই নেতা
  • #