সিলেট সীমান্ত দিয়ে ১৫৩ জনকে পুশইন করল বিএসএফ

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১৭ ঘন্টা আগে

সিলেটের বিয়ানীবাজার ও মৌলভীবাজারের তিন সীমান্ত এলাকা দিয়ে ১৫৩ জনকে পুশইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রোববার ভোরে স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করে বিজিবি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দুপুর দেড়টার দিকে তাদের বিয়ানীবাজার ও বড়লেখা থানায় হস্তান্তর করা হয়।

বিজিবি ৫২ ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, আটকদের সবাই বাংলাাদেশি। তারা দেশের বিভিন্ন জেলার নাগরিক।

বিজিবি জানায়, বিয়ানীবাজার নয়াগ্রাম সীমান্তে আটক ৩২ জনের মধ্যে ৯ জন পুরুষ, ৯ জন নারী এবং ১৪ জন শিশু রয়েছেন। রোববার ভোরে বিয়ানীবাজার সীমান্তের নয়াগ্রাম বিওপির আওতাধীন এলাকার দুই দেশের ৫৩৮ একর অমীমাংসিত ভূমির একটি বিলে তাদের ছেড়ে দেয় বিএসএফ।

ভোরে বিজিবি টহল দল ও স্থানীয়রা তাদের দেখতে পেয়ে আটক করে নয়াগ্রাম প্রগতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে আসেন। সেখানে তাদের পরিচয় শনাক্ত করার পর বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবির বিয়ানীবাজার সদরদপ্তর সূত্র জানায়, রোববার ভোরে বিয়ানীবাজারের বড়লেখার লাতু এলাকায় ৭৯ জন এবং পাল্লাথল এলাকায় আরো ৪২ জনকে পুশইন করেছে বিএসএফ। আটকদের বিজিবি বড়লেখা থানায় হস্তান্তর করেছে।

বিয়ানীবাজার সীমান্ত এলাকায় পুশইন করা ৩২ জন মিলিয়ে তিন সীমান্ত দিয়ে ১৫৩ জনকে পুশইন করা হয়েছে।

বিয়ানীবাজার বিজিবির অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান পিপিএম বলেন, আটক ১৫৩ জনের সবাই বাংলাদেশি। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেটি নিশ্চিত হওয়া গেছে। তাদের কাঁটাতারের পাশ দিয়ে শূন্যরেখার একটি বিলে ছেড়ে দেয় বিএসএফ। সেখান থেকে বিজিবি তাদের উদ্ধার করে (আটক)। প্রাথমিক যাচাই বাছাই শেষে তাদের বিয়ানীবাজার ও বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে।

  • পুশইন
  • বিএসএফ
  • সিলেট
  • সীমান্ত
  • #