হাইকোর্ট মাজারের সামনে মারধরে আহত ব্যক্তির মৃত্যু

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে
প্রতীকী ছবি

রাজধানীতে হাইকোর্ট মাজার এলাকায় অজ্ঞাত এক ব্যক্তিকে শুক্রবার (৩০ মে) বিকালে পিটিয়ে আহত করে দুষ্কৃতকারী। পরে কামাল নামে একজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৩১ মে) দুপুরে তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

মো. ফারুক বলেন, তার শরীরের বিভিন্ন জায়গায় জখমের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, লোকটি ভবঘুরে মাদকাসক্ত হতে পারে। বিষয়টি শাহবাগ থানাকে অবগত করা হয়েছে।

  • আহত
  • ব্যক্তি
  • মৃত্যু
  • হাইকোর্ট মাজার
  • #