হোস্টেলের ক্যান্টিনে আছড়ে পড়ে বিমান, ৫ মেডিকেল শিক্ষার্থী নিহত

: বিশ্বপরিস্থিতি ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে

ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে বি জে মেডিকেল কলেজের হোস্টেলের ওপর উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় অন্তত পাঁচজন মেডিকেল শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। সেখানকার ৫০ থেকে ৬০ জন শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বিবিসিকে এ তথ্য জানিয়েছে, ভারতের চিকিৎসকদের সংগঠন ফেডারেশন অফ অল ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশন (ফাইমা)।

গুজরাটের আহমেদাবাদের সরদার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের (গ্যাটউইক) উদ্দেশে বৃহস্পতিবার (১২ জুন) বেলা ১টা ৩৮ মিনিটে উড্ডয়ন করে এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজটি। উড্ডয়নের পাঁচ মিনিট পরই আহমেদাবাদের মেঘানি অঞ্চলের একটি আবাসিক এলাকায় চিকিৎসকদের হোস্টেল ভবনে এটি বিধ্বস্ত হয়। বিধ্বস্ত উড়োজাহাজটিতে ২৪২ জন আরোহী ছিলেন।

দুপুরের খাবারের সময় উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। ওই সময় বি জে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ক্যানটিনে মধ্যাহ্নভোজ করছিলেন। দুর্ঘটনার পর তোলা ছবিতে হোস্টেলের ক্যানটিনে টেবিলের ওপর খাবারের থালা ও গ্লাস ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেছে।

বিধ্বস্ত উড়োজাহাজের কিছু অংশ বি জে মেডিকেল হোস্টেলের ভবন ভেদ করে ভেতরে এবং কিছু অংশ বাইরে ঝুলে থাকতে দেখা গেছে।

বিধ্বস্ত উড়োজাহাজের প্রধান পাইলট ছিলেন ক্যাপ্টেন সুমিত সাবহারওয়াল ও সহকারী পাইলট ছিলেন ক্লাইভ কুন্ডার। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, উড্ডয়নের পরপরই বিমানে বড় ধরনের যান্ত্রিক ত্রুটি দেখা দেয়, যে কারণে দ্রুত নিচে নামতে গিয়ে উড়োজাহাজটি দুর্ঘটনার কবলে পড়ে।

ফ্লাইট সেফটি বিশেষজ্ঞ মার্কো চ্যান জানিয়েছেন, উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার সময় আবহাওয়া স্থিতিশীল ও আকাশ পরিষ্কার ছিল।

  • ক্যান্টিন
  • নিহত
  • বিমান
  • মেডিকেল শিক্ষার্থী
  • হোস্টেল
  • #