আইআরজিসির গোয়েন্দা প্রধানসহ ৩ ইরানি জেনারেল নিহত, নিহত বেড়ে ২২৪

: বিশ্বপরিস্থিতি ডেস্ক
প্রকাশ: ২ সপ্তাহ আগে

ইসরায়েলি রবিবার (১৫ জুন) ইসরায়েলি বিমান হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) গোয়েন্দা প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কাজেমি এবং তার উপপ্রধান হাসান মোহাক্কিক নিহত হয়েছেন। এদিকে,  ইসরায়েলি বিমান হামলায় ইরানে রোববার পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ২২৪ জনে পৌঁছেছে।

এ ছাড়া হামলায় মোহসেন বাঘেরী নামের আরো একজন ঊর্ধ্বতন গোয়েন্দা কর্মকর্তা নিহত হয়েছেন। এই আক্রমণ তেহরানের অভ্যন্তরেই সংঘটিত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিমের বরাতে আলজাজিরা এসব তথ্য জানিয়েছে।

এদিকে,  ইসরায়েলি বিমান হামলায় ইরানে রোববার পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ২২৪ জনে পৌঁছেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে ৯০ শতাংশেরও বেশি বেসামরিক নাগরিক। হামলায় ১ হাজার ২৭০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

  • আইআরজিসি
  • ইরানি জেনারেল
  • গোয়েন্দা প্রধান
  • নিহত
  • #