যুদ্ধে ইরান জিতছে না, তাদের এখনই আলোচনায় বসা উচিত : ট্রাম্প

: বিশ্বপরিস্থিতি ডেস্ক
প্রকাশ: ২ সপ্তাহ আগে

যুদ্ধে ইরান জিতছে না বলেও মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার জি-৭ সম্মেলনের ফাঁকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনির সঙ্গে বৈঠকের শুরুতে তিনি এ কথা বলেন। খবর-এএফপি।

ইরান উত্তেজনা নিরসনের বিষয়ে কথা বলতে ‘চায়’ জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, এক্ষেত্রে ‘সময় থাকতেই’ ইরান ও ইসরায়েলের আলোচনার টেবিলে বসা উচিত। অনেক দেরি হয়ে যাওয়ার আগেই তাদের এখনই কথা বলা উচিত।

ইসরায়েলের সঙ্গে উত্তেজনা কমাতে ইরানকে এখনই আলোচনায় বসা উচিত বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ‘আমি বলব, ইরান এই যুদ্ধে জিতছে না। তাই দেরি হওয়ার আগেই তাদের কথা বলা উচিত।’

ট্রাম্প বলেন, তাদের একটি চুক্তি করতেই হবে এবং এটি উভয়পক্ষের জন্যই বেদনাদায়ক। তবে আমি বলবো ইরান এই যুদ্ধে জিতছে না, তাদের কথা বলা উচিত। খুব দেরি হওয়ার আগেই তাদের অবিলম্বে কথা বলা উচিত।

  • ইরান
  • ট্রাম্প
  • যুদ্ধ
  • #