মিরপুরে ছুরিকাঘাতে শিক্ষার্থী হত্যা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে
প্রতীকী ছবি

রাজধানীর পল্লবীর ১১ নম্বর সেকশন এলাকায় রবিবার (২২ জুন) রাতে এক শিক্ষার্থী খুন হয়েছেন। তার নাম মো. রিফাত। নারীঘটিত ঘটনাকে কেন্দ্র করে বন্ধুর ছুরিকাঘাতে তিনি নিহত হন। নিহত রিফাত জান্নাত একাডেমি নামে স্থানীয় একটি স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছেন।

তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান স্বজনরা। এরপর সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।

এ তথ্য দিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, নিহত রিফাতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

 

  • ছুরিকাঘাত
  • মিরপুর
  • শিক্ষার্থী
  • হত্যা
  • #