ট্রাম্পের প্রস্তাবে যুদ্ধবিরতির ঘোষণা ইসরায়েলের

: বিশ্বপরিস্থিতি ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মতির কথা জানিয়েছে ইসরায়েল। এক বিবৃতিতে দেশটির সরকার বলেছে, এই যুদ্ধবিরতি লঙ্ঘন করা হলে ইসরায়েল কঠোর জবাব দেবে। ইসরায়েল সরকার জানিয়েছে, ইরানে হামলা চালানোর মধ্য দিয়ে নিজেদের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জন হওয়ার পরই যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি জানিয়েছে ইসরায়েল।

বিবৃতিতে বলা হয়, ইসরায়েল ইরানের পারমাণবিক অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ‘দ্বিমুখী হুমকি’ দূর করেছে। ইসরায়েল ইরানের সামরিক নেতৃত্বকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছে এবং দেশটির সরকারের গুরুত্বপূর্ণ বেশ কিছু স্থাপনা ধ্বংস করেছে। প্রতিরক্ষায় সহযোগিতা এবং ইরানের পারমাণবিক হুমকি থামাতে সহযোগিতার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প ও যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানাচ্ছে ইসরায়েল। খবর বিবিসির।

ইসরায়েল জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় আরও একজন জ্যেষ্ঠ পারমাণবিক বিজ্ঞানীকে হত্যা করেছে তারা।

আল জাজিরার খবর বলছে, সরকারের ওই বিবৃতিতে আরও জানানো হয়, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রতিরক্ষামন্ত্রী ও মোসাদের প্রধানের সঙ্গে আলোচনা করেছেন। মন্ত্রিসভার ‍সদস্যদের সঙ্গেও আলোচনা করেছেন। অপারেশন রাইজিং লায়ন- এ সব লক্ষ্যপূরণ হয়েছে ইসরায়েলের। লক্ষ্যের চেয়ে বেশি কিছু অর্জন হয়েছে।

  • ইসরায়েল
  • ঘোষণা
  • যুদ্ধবিরতি
  • #