কুমিল্লায় নারীকে ধর্ষণ-নিগ্রহের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় বাসদ

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ দিন আগে

কুমিল্লার মুরাদনগরে ঘরের দরজা ভেঙে এক নারীকে ধর্ষণের ঘটনার নিন্দা জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে দলটি। দলের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজের সই করা এক বিবৃতিতে এ দাবি জানিয়েছে বাসদ।

এতে বলা হয়, নারীকে অসম্মানিত ও বিপন্ন করে সমাজে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে না। নারীর ওপর ধর্মীয়, রাজনৈতিক ও অর্থনৈতিক কারণে নিপীড়ন চলছে। অবিলম্বে এসব বন্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে ঘরে ঢুকে ধর্ষণ, মব তৈরি করে নির্যাতন, নগ্ন ভিডিও ধারণ এবং ভাইরাল করার ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

ধর্ষণের ঘটনায় উদ্বেগ জানিয়ে বিবৃতিতে বলা হয়, নারী নির্যাতনের সঙ্গে মব ভায়োলেন্সের (উচ্ছৃঙ্খল জনতার সহিংসতা) বিস্তৃতি গোটা সমাজে আতঙ্কের জন্ম দিচ্ছে। গণ–অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধ্বংস করছে মব ভায়োলেন্স। এসব দুর্বৃত্তকে দমন করা না হলে সমাজ এক ভয়াবহ পরিণতির দিকে চলে যাবে।

  • কুমিল্লা
  • দৃষ্টান্তমূলক শাস্তি
  • ধর্ষণ
  • বাসদ
  • #