দিনাজপুরের ১৩টি থানায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের ৪৫ জন নেতাকর্মীসহ মোট ১০২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ জুলাই) রাত ৯টার দিকে দিনাজপুর জেলা পুলিশের ফেসবুক পেজে এই তথ্য শেয়ার করেন পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন। তিনি জানান, গত ১২ ঘণ্টায় জেলার বিভিন্ন থানায় এ অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের মধ্যে রয়েছেন বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়ন আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান মো. আব্দুল মালেক মন্ডল, বিরল উপজেলার বিজোড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সভাপতি মো. সোবহান আলী, কাহারোল উপজেলার রসুলপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি তাপস রায়, একই উপজেলার দক্ষিণ মহেশপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জয়ন্ত রায়, পার্বতীপুর উপজেলার সাবেক ছাত্রলীগ নেতা নুরুল হুদা আকাশ, হাবড়া ইউনিয়নের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, মোমিনপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সভাপতি কাইয়ুম সরকার ও সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম এবং চন্ডিপুর ইউনিয়নের ওয়ার্ড সভাপতি নুরুজ্জামান সরকার। এ ছাড়া বীরগঞ্জ, নবাবগঞ্জ, বোচাগঞ্জ, ফুলবাড়ী, ঘোড়াঘাট, হাকিমপুর, খানসামা ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরাও রয়েছেন।
শহর আওয়ামী লীগের অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মারুফ আলম রাসেলসহ আরো কয়েকজন স্থানীয় নেতা গ্রেপ্তার হওয়া তালিকায় রয়েছেন।
পুলিশ সুপার জানান, গ্রেপ্তার হওয়া ১০২ জনের মধ্যে ৪৫ জন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী। বাকিরা বিভিন্ন মামলার পলাতক আসামি ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত।গ্রেপ্তারদের আদালতে হাজির করা হলে বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
পুলিশ সুপার মারুফাত হুসাইন বলেন, নাশকতার পরিকল্পনা ও দেশবিরোধী ষড়যন্ত্রে জড়িতদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।