ভোলার সদরে দুর্বৃত্তদের ছুরির আঘাতে মো. মতলব ফরাজী (৬০) নামের এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। সোমবার (৭ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের রেবা রহমান কলেজের পেছনের সড়কে এ ঘটনা ঘটে। নিহত মতলব ফরাজী একই ইউনিয়নের চর কুমারিয়া এলাকার বজলু ফরাজী বাড়ির বাসিন্দা।
নিহতের ভাতিজা মাকসুদ আলম জানান, চাচা মতলব ফরাজী স্থানীয় ঘুইংগারহাট বাজার থেকে দুইজন যাত্রী নিয়ে গজারিয়া বাজারের দিকে যাচ্ছিলেন।
রিকশাটি রেবা রহমান কলেজের পেছনের সড়কের নির্জন স্থানে পৌঁছালে রিকশায় থাকা যাত্রীরা তাকে পেছন দিক থেকে ছুরি দিয়ে আঘাত করে রাস্তার পাশে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্বৃত্তদের ছুরির আঘাতে অটোরিকশা চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ। তিনি জানান, দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে অটোরিকশার চালক মতলবের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশের একটি টিম নিয়ে তিনি ঘটনাস্থলে রয়েছেন। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।