রাজধানীতে ডাকাতের হামলায় বাড়িওয়ালা নিহত

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে

রাজধানীর যাত্রাবাড়ী বিবিরবাগিচা এলাকার একটি বাসায় ডাকাতের মারধরে ও ছুরিকাঘাতে ইসমাইল হোসেন (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার স্ত্রী সালেহা বেগম (৭৫)। মঙ্গলবার (৮ জুলাই) ভোর ৪টার দিকে যাত্রাবাড়ী বিবিরবাগিচা ইত্যাদি গলির ৭৬/২/ই নম্বর বাসায় এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় ওই দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সকাল সাড়ে ৬টার দিকে ইসমাইল হোসেনকে মৃত ঘোষণা করেন।

নিহতের মেয়ে সালমা বেগম বলেন, ‘ইত্যাদি গলির পাঁচতলা বাড়িটি আমাদের নিজেদের। বাড়ির দ্বিতীয়তলায় আমার মা-বাবা থাকেন। আমি আমার স্বামীর সাথে রায়েরবাগে থাকি। আজ ভোরের দিকে একদল ডাকাত বাসার গ্রিল কেটে বাড়িতে ঢুকে জিম্মি করে লুটপাট চালায় এবং মারধর করে আমার বাবা-মাকে। এক পর্যায়ে আমার বাবাকে বালিশ চাপা দিয়ে অচেতন করে, আর মাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরে সকালে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার বাবা বেঁচে নেই।’

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ইসমাঈলের মরদেহটি মর্গে রাখা হয়েছে। আর আহত সালেহা বেগমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি যাত্রাবাড়ী থানা পুলিশকে অবগত করা হয়েছে।

  • ডাকাত
  • নিহত
  • বাড়িওয়ালা
  • রাজধানী
  • হামলা
  • #