জামালপুরে মুক্তিযুদ্ধের ‘বিজয় চত্বর’ ভেঙে নির্মাণ হচ্ছে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৪ দিন আগে

জামালপুর শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা বিজয় চত্বর ভেঙে সেখানে নির্মাণ করা হচ্ছে ‘জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ’। আজ মঙ্গলবার (৮ জুলাই) সকালে জামালপুর-দেওয়ানগঞ্জ বাইপাস সড়কের শেখের ভিটার মোড়ের চত্বর ভাঙার কাজ শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, সারাদেশে জুলাই শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণের অংশ হিসেবে জামালপুরেও এ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। স্থানীয় গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে এটি বাস্তবায়ন করা হচ্ছে বলে জানা গেছে।

জামালপুরে মুক্তিযুদ্ধের ‘বিজয় চত্বর’ ভেঙে নির্মাণ হচ্ছে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’

গত ৩ জুলাই গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের এক বিশেষ সভায় জামালপুর বিজয় চত্বর ভেঙে সেখানে নতুন করে জুলাই শহীদদের স্মরণে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শোনা যাচ্ছে। তবে এ বিষয়ে কারো বাক্তব্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, ৪ কোটি ৯৬ লাখ টাকা ব্যয়ে ২০২৩ সালে নির্মিত হয় এ ‘বিজয় চত্বর’।

  • জামালপুর
  • বিজয় চত্বর
  • #