ধর্ষণের শিকার প্রতিবন্ধী কিশোরীর মৃত্যু, যুবক আটক

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একটি মাজারে ধর্ষণের শিকার হয়ে অজ্ঞাতপরিচয় এক প্রতিবন্ধী কিশোরীর (১৪) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে ওই কিশোরীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন। সোমবার (০৭ জুলাই) রাত ৯টার দিকে মাজার শরীফের মহিলা বিশ্রামাগারে তার মৃত্যু হয়। এর আগে বিকেলে মাজারের পুকুরে গোসল করতে গিয়ে ধর্ষণের শিকার হয় ওই তরুণী।

এ ঘটনায় তরিকুল ইসলাম তুষার (২২) নামে এক যুবককে আটক করা হয়েছে। তার বাড়ি নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়া গ্রামে। রাতেই পুলিশ মরদেহ এবং আটক যুবককে থানায় নিয়ে গেছে।

এ ঘটনায় মাজার কমিটির সদস্য রুস্তম কামরান খাদেম বাদী হয়ে আখাউড়া থানায় অভিযোগ দিয়েছেন।

মাজার কমিটি এবং পুলিশ সূত্রে জানা গেছে, ওই কিশোরী সোমবার দুপুরে মাজার শরীফের পুকুরে গোসল করে পাশের কাপড় পরিবর্তনের রুমে যায়। এ সময় আটক যুবক ওই রুমে প্রবেশ করে মেয়েটিকে ঝাপটে ধরে ধর্ষণের চেষ্টা করে। খবর পেয়ে মাজার কমিটির নিরাপত্তাকর্মীরা ওই যুবককে আটক করে এবং কিশোরীকে বিশ্রামাগারে নিয়ে যায়। তবে মেয়েটি নাম পরিচয় বলতে পারেনি।

রাত ৯টার দিকে মহিলা কর্মীরা ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে কমিটির সদস্যদের খবর দেয়। পরে বিষয়টি পুলিশকে অবগত করলে মরদেহ উদ্ধার ও যুবককে আটক করে।

মাজার কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খাদেম মিন্টু বলেন, কিশোরীকে উদ্ধার করে মাজার শরীফের বিশ্রামাগারে রাখা হয়েছিল। তখনো সে সুস্থ ছিল। রাতে ঘুমের মধ্যে তার মৃত্যু হয়েছে। আটক যুবকের আচরণ ও কথাবার্তা অসংলগ্ন।

আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন বলেন, অভিযুক্ত যুবক ধর্ষণের কথা স্বীকার করেছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। মেয়েটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। অভিযুক্তকে আটক করা হয়েছে।

  • আটক
  • ধর্ষণ
  • প্রতিবন্ধী কিশোরী
  • মৃত্যু
  • যুবক
  • #